Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-২-২০২৩, সময়ঃ দুপুর ১২:১২

গোবিন্দগঞ্জে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে দই তৈরি কারখানার শ্রমিক নিহত, আটক ২

গোবিন্দগঞ্জে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে দই তৈরি কারখানার শ্রমিক নিহত, আটক ২

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুদেব কুমার সরকার (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। আজ শনিবার ভোররাতে শহরের পান্থাপাড়া এলাক্য়া এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে অপর দুই শ্রমিককে আটক করেছে পুলিশ।

নিহত সুদেব কুমার পাশ্ববর্তী বগুড়া শিববগঞ্জ উপজেলার দেউলিয়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা বীরেন চন্দ্র দাসের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ পৌর শহরের বীথি দই ভান্ডার নামে একটি দই তৈরীর কারখানার শ্রমিক ছিলেন। 

স্থানীয়রা জানান, সুদেব প্রায় ১০ বছর ধরে ওই কারখানার কারিগর হিসেবে কাজ করে আসছিলেন। তিনি প্রতি দিনের ন্যায় শুক্রবার রাতে কারখানায় কাজ শেষে তার সঙ্গীদের সাথে ঘুমাতে যান। এই শয়ন ঘরেই ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্বপন নামে ওই কারখানার এক শ্রমিক জানান, আহত  সুদেবকে ভোর পৌনে চারটার দিকে মুমুর্ষ অবস্থায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন। এ ঘটনায় জড়িত সন্দেহে  জিজ্ঞাসাবাদের জন্য ওই কারখানার শ্রমিক মনির হোসেন (২৪) ও সুমন (২৫)কে আটক করা হয়েছে 

গোবিন্দগঞ্জ থানাার অফিসার ইনচার্জ তদন্ত বুলবুল ইসলাম নিহত ব্যক্তির মরদেহ শনিবার সকালে ঘটনাস্থল থেকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের বাবা বাদি হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে থানায় একটি মামলা করেছেন।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সাকেল) উদয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সুদেবের বুকের দুই স্থানে ছুরিকাঘাতের চিহৃ আছে।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad